শিক্ষার্থীদের রংতুলির আঁচড়ে বদলে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
শিক্ষার্থীদের রংতুলির আঁচড়ে বদলে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সৌন্দর্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়াল লিখন মুছে সেখানে বিভিন্ন গ্রাফিতি আঁকছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। কেউ ঘষে দেয়াল পরিষ্কার করছেন, কেউ রং মেশাচ্ছেন আবার কেউ সেই রংতুলি তুলে দেয়ালে ফুটিয়ে তুলছেন বিভিন্ন নান্দনিক গ্রাফিতি।
রবিবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
সাধারণ শিক্ষার্থীরা বলছেন, আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদেরই। তাই আমরা নিজেরা মিলেই ক্যাম্পাসকে সুন্দর করে তুলছি।
এসময় কথা হয় হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসের সঙ্গে। তিনি বলেন, আমরা সবাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাধারণ শিক্ষার্থী। আমরা শিক্ষার্থীরা নিজেরা মিলে কিছু ফান্ডিং করে ও অল্প কিছু স্পন্সর নিয়ে রং সংগ্রহ করেছি। এখন আমরা আমাদের ক্যাম্পাসকে সাজাচ্ছি। আজকেই শুরু করেছি আরো এক-দুদিন লাগতে পারে।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম বলেন, যখন আমরা প্রতিবাদী ছিলাম, বৈষম্যবিরোধী আন্দোলন করেছিলাম তখন দেওয়ালে বিভিন্ন ধরনের প্রতিবাদী বাক্য দেওয়াল লিখন করেছিলাম। এখন আমাদের দেশের শান্তি ফিরে এসেছে। আর এই কারণেই আমরা ক্যাম্পাসকে ঢেলে সাজাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কাজ করছি।
এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রায়হান উদ্দিন বলেন, সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে টাকা জোগাড় করে ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষার জন্য কাজ করছে। আমরা তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছি। সবাই মিলে একটি সুন্দর ক্যাম্পাস গড়ে উঠুক, এটাই আমরা চাই।
(ঢাকা টাইমস/১১আগস্ট/এসএ)