লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার আহবান ডিএমপির

কারো কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বা গুলি থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার আহবান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কারো নিকট লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র/গুলি থেকে থাকলে অতি সত্বর নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র/গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।
সরকার পতনের দিন সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও ধ্বস নামে। থানায় থানায় শুরু হয় হামলা। এ সময় লুটপাট হয় থানার মালামাল ও অস্ত্র৷
(ঢাকাটাইমস/১১আগস্ট/এলএম/এসআইএস)

মন্তব্য করুন