১৫ আগস্ট মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ যাবেন রোকেয়া প্রাচী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৬:৪৭
অ- অ+

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার হিড়িক পড়ে যায়। অনেকেই মোবাইল ফোন বন্ধ করে চলে গেছেন আত্মগোপনে। এই সুযোগে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শুধু তাই নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২-এর বাড়িটি পুড়িয়ে ছাই করা হয়। ভেঙে ফেলা হয় দেশের বিভিন্ন প্রান্তে সগৌরবে দাঁড়িয়ে থাকা তার ভাস্কর্যগুলো।

ফলে এক সময় বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী বলে নিজেকে পরিচয় দেয়া অনেকেই মুখে কুলুপ এটেছেন। তবে সেদিক থেকে ব্যতিক্রম গুণী অভিনেত্রী রোকেয়া প্রাচী। ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে ফেসবুকে রাজনৈতিক পোস্ট নিয়ে বেশ সরব হন রোকেয়া প্রাচী।

সোমবার ফেসবুকে অভিনেত্রী ঘোষণা দিয়েছেন, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হবেন তিনি। একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা জেগে উঠবো এই ধ্বংস থেকে। জেগে উঠবো আগুনে পোড়া ৩২ এর এই ঘর থেকে। জেগে উঠবো নিভে যাওয়া ছাই থেকে। জ্বালিয়ে পুড়িয়ে ভেবেছ সব সাহস পুড়েছে? পুড়েছ তোমরা! আমরা বাঙালি এই ছাইভস্ম থেকেই উঠবো আবার আগুন হয়ে জেগে! জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

এর আগে রবিবার রাতে ফেসবুকে আরেক পোস্টে রোকেয়া প্রাচী বলেন, ১৫ আগস্ট সকাল আটটার সময় মিরপুর রোড আড়ং এর সামনে থেকে মৌন মিছিল নিয়ে ৩২ নম্বরের দিকে যাত্রা।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
জেনে নিন ঢাকায় ফিরে কোন গাড়ি চড়বেন বেগম খালেদা জিয়া, প্রস্তুত নতুন টয়োটা ক্রাউন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা