বগুড়ায় খোঁজ মিলছে না কোটা সংস্কার আন্দোলনে যাওয়া স্কুলছাত্রের

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৯:২৮

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছিল স্কুলছাত্র ইসতিয়াক হাসান (১৩)। এরপর আর ফিরে আসেনি। গত ৯ দিন ধরে ইসতিয়াকের কোনো খোঁজ পাচ্ছে না তার পরিবার।

সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসতিয়াক হাসানের বাবা মোশারফ হোসেন। তিনি বগুড়া শহরের বৃন্দাবন পাড়ায় বসবাস করে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

মোশারফ হোসেন জানান, তার ছেলে ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নিয়ে সন্ধ্যার আগেই বাসায় ফিরত। গত রবিবার (৪ আগস্ট) সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। রবিবার রাত থেকে বিভিন্ন হাসপাতাল ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন থানা পুলিশের কার্যক্রম না থাকায় জিডিও করতে পারেন নি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলি উল্লাহ বলেন, গত দুইদিন ধরে থানা পুলিশের কার্যক্রম শুরু করা হয়েছে। স্কুলছাত্র নিখোঁজের বিষয়টি থানায় জানালে অনুসন্ধান করা হবে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :