হালুয়াঘাটে দেবরের কুড়ালের আঘাতে ভাবী খুন
ময়মনসিংহের হালুয়াঘাটে রহিমা খাতুন (৫৫) নামে এক গৃহবধূকে কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।
সোমবার বিকালে উপজেলার জুগলি ইউনিয়নের ঘোষবেড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিমা খাতুন ওই এলাকার জামাল উদ্দিনের স্ত্রী।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ অভিযুক্ত আজহারুল ইসলামকে আটক করেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে জামাল উদ্দিনের পরিবারের সঙ্গে ছোট ভাই আজহারুলের ঘরে বিদ্যুতের লাইন ও ডিস লাইন নামানো নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। আজ বিকালে জামালের স্ত্রী রহিমা খাতুনের সঙ্গে আজহারুলের বাকবিতণ্ডা হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আজহারুলের হাতে থাকা কুড়াল দিয়ে রহিমাকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় স্থানীয়রা এসে আজহারুলকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে হালুয়াঘাট ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার এবং হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত আজহারুলকে আটক করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি মাহবুবুল হক।
(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)