নড়াইলে অসুস্থ রোগীদের মাঝে সামাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সহায়তা প্রদান
নড়াইলে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১২৪ জন অসুস্থ রোগীর মাঝে ৬২ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজসেবা অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, ডাক্তার সুব্রত কুমার, সদর উপজেলা সমাজসেবা অফিসার উত্তম কুমার সরকার, শহর সমাজসেবা অফিসার সুজা উদ্দীনসহ অনেকে।
শহর সমাজসেবা অফিসার সুজা উদ্দীন জানান, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের জনপ্রতি এককালীন ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।এর মধ্যে নড়াইল সদরে ১০২ জন রোগীর মাঝে ৫১ লাখ টাকার চেক এবং শহর সমাজসেবার আওতায় ২২জন রোগীর মাঝে ১১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)