বুধবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৪:২৫ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৪:০০
ফাইল ছবি

ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রায় একমাস ধরে বন্ধ থাকা সারা দেশের প্রাথমিক বিদ্যালয় আগামীকাল বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এ চিঠিতে দেশের সব জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৩ আগস্ট সংখ্যক স্মারকে জারি করা অফিস আদেশের কার্যকারিতা এতদ্বারা রহিত করা হলো।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১৬ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সব স্কুল-কলেজ, মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। একইসঙ্গে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয়। বন্ধ রাখা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/কেএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সেনাবাহিনীকে দেওয়া নির্বাহী ক্ষমতার সুফল পাবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনুপস্থিত পুলিশ সদস্যদের আর চাকরিতে যোগ দিতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা 

হংকং যাওয়ার পথে ফ্লাইটে মৃত্যু বাংলাদেশি যাত্রীর

মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-রিভলবার-গুলি উদ্ধার

আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

হাসান মেহেদী হত্যার দুই মাস: শূন্যতা আর অনিশ্চয়তার হাহাকারে পরিবার

বগুড়ায় শেখ হাসিনা-রেহানা-জয়সহ ১০৪ জনের নামে হত্যা মামলা

কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ গ্রেপ্তার

কলিং ভিসা চালু, বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার

১০০ কোটি টাকার অনুদান নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক কার্যক্রম শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :