বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যার বিচার দাবিতে রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৭:০৪
অ- অ+

বৈষম্যবিরোধী আন্দোলনকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় পরবর্তী সংঘাত সহিংসতা বন্ধেরও দাবি জানানো হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বাহেরচর বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচির শুরুতে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে উপজেলা সদরের সড়ক এবং রাঙ্গাবালী থানা ঘুরে বাহেরচর চৌরাস্তায় পথসভা করে শিক্ষার্থীরা।

পথসভায় বক্তারা বলেন, ‘শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের রক্তের দাগ এখনও শুকায়নি। নির্বিচারে চালানো গুলি এবং এসব হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়ে হামলায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।’

তারা আরও বলেন, ‘দেশকে সংস্কারের এখনই সুযোগ। সুতরাং মাদক, চাঁদাবাজি, ঘুষ-দুর্নীতি, সহিংসতা, কালোবাজারি, অবৈধ দখলদারিত্ব এবং সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করতে হবে।

এ কর্মসূচিতে ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিমুল আবিদ, পটুয়াখালী সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী মুন্সি সুইম, নর্দান ইউনিভার্সিটির ইমরুজ মাহমুদ রুদ্র, জগন্নাথের রবিউল হাসান নয়ন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবিত প্রমুখ বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০
ভাইস প্রেসিডেন্টের টাই-ভাঙা ভোটে পাস হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল’ বিল
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা