প্রশাসন ক্যাডারদের নতুন কমিটি, আন্দোলনে হত্যায় মদদদাতাদের শাস্তিসহ ৯ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ২২:২৯| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২৩:১৯
অ- অ+
যুগ্মসচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ (বামে) ও সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান (ডানে), ফাইল ছবি

বিসিএস প্রশাসন ক্যাডারের (অ্যাডমিন) কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নতুন কমিটি হয়েছে। এই কমিটির কর্মকর্তারা নতুন সরকারের প্রতি দলনিরপেক্ষ প্রশাসন গঠন এবং ছাত্র-জনতার আন্দোলনে হত্যায় মদদদাতা কর্মকর্তাদের শাস্তিসহ ৯ দফা দাবি জানিয়েছেন।

মঙ্গলবার গত ১০ আগস্টের কমিটি বিলুপ্ত করে পরিসংখ্যানি বিভাগের যুগ্মসচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে আহ্বায়ক ও খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সদস্য সচিব মুহাম্মদ মাহবুবুর রহমানের স্বক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও অন্যান্য সব উপদেষ্টাগণকে অভিনন্দন ও অকুণ্ঠ সমর্থন জানানো হয়। একইসঙ্গে বৈষম্যহীন মেধাভিত্তিক নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ৯ দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হচ্ছে- ১. নিরপেক্ষ, দক্ষ ও পেশাদার জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে জনপ্রশাসনকে ঢেলে সাজানো; ২. ছাত্র জনতার আন্দোলনে বাধাদানকারী এবং ছাত্র হত্যার মদদদানকারী কর্মকর্তাদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনা; ৩. প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে বসে থাকা বর্নচোরা কর্মকর্তাদের সরানো; ৪. সব পর্যায়ের চুক্তি ভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল করা; ৫. গত ১৬ বছরে অন্যায়ভাবে পদোন্নতি ও বঞ্চনার শিকার সব পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া; ৬. অবিচার ও পদোন্নতি বঞ্চনার জন্য দায়ী কর্মকর্তাদের বিচার; ৭. স্বৈরাচারী সরকারের দুর্নীতির সহযোগী সব কর্মকর্তাদের বিচারের আওতায় আনা; ৮. ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং প্রশ্ন ফাঁসের মাধ্যমে নিয়োগকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া; ৯. ভোটারবিহীন নির্বাচনে দায়িত্ব পালনকারী সাবেক ও বর্তমান সকল কমিশনার ও জেলা প্রশাসকদের বরখাস্ত করে আইনের আওতায় আনতে হবে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা