সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১০:৫৩ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ১০:৩৩

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই মুহূর্তে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো টেস্ট সিরিজ খেলছে। দীর্ঘতম এ সংস্করণে বাংলাদেশ দুই ম্যাচের সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে। যেটি শেষ হবে ৩ সেপ্টেম্বর।

তবে এই সিরিজের পরে বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। কেননা এর পরপরই ভারতের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

পাকিস্তান সিরিজ শেষ করে ভারতের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ জুলাই) এক বিবৃতিতে এই সিরিজের সূচি প্রকাশ করেছে স্বাগতিক ভারত।

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচ চেন্নাই এবং কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।

একই বিবৃতিতে বিসিসিআই ভারত-ইংল্যান্ড সিরিজের সূচিও ঘোষণা করেছে। ওই সিরিজটিও হবে ভারতের মাটিতে। ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২২, ২৫ ও ২৮ জানুয়ারি এবং ২, ৬ ফেব্রুয়ারি। পরবর্তীতে দুই দল ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ইংল্যান্ডকে ইউরো থেকে বাদ দেওয়ার হুমকি উয়েফার

অর্থসঙ্কটে নারী ক্রিকেটারদের ভাতা বন্ধ করলো পিসিবি

বাংলাদেশ সিরিজে ভারতের একাধিক তারকা থাকছেন বিশ্রামে 

বাংলাদেশ-ভারত সিরিজে যত রেকর্ডের হাতছানি

দুই ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

ভারত বধের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ, ইংল্যান্ড থেকে যোগ দেবেন সাকিব

‘পাকিস্তানের চেয়ে ভারত অনেক ভালো দল’ বাংলাদেশকে মনে করিয়ে দিলেন জাদেজা

পাকিস্তানের পর ভারতকেও টেস্ট সিরিজে হারাতে চাই: শান্ত 

তিন মাস পর মায়ামির হয়ে খেলতে নেমেই রেকর্ড গড়লেন মেসি

পরিচালক হিসেবে বোর্ডে আসতে যাচ্ছেন তামিম, প্রশ্নের উত্তরে যা বললেন ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :