বদলে গেল বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ১১:৫১| আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১১:৫৭
অ- অ+

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ২১ আগস্ট শুরু হয়ে আগামী ৩ অক্টোবর শেষ হবে এই সিরিজ। পাকিস্তান সিরিজ শেষে খুব একটা বিশ্রাম পাবে না টাইগাররা। কেননা এরপরেই নাজমুল শান্তর দলকে উড়াল দিতে হবে ভারতে। যেখানে দুই টেস্ট আর তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। সেই সিরিজেরই একটি টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু বদল করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। একইসঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টি ম্যাচেও আসছে বদল।

ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ অক্টোবর হিমাচল প্রদেশের ধর্মশালায় হওয়ার কথা ছিল। সেটি হবে মধ্যপ্রদেশের গ্বালিয়রে। ধর্মশালায় বর্তমানে ড্রেসিংরুম সংস্কার করছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। যে কারণে বদলানো হয়েছে ম্যাচের ভেন্যু। গ্বালিয়রে মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে হবে খেলা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের ম্যাচের ১৪ বছর পরে আবার এই স্টেডিয়ামে হবে খেলা।

ইংল্যান্ডের বিরুদ্ধেও ভারতের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের মাঠে বদল করা হয়েছে। প্রথমে ঠিক ছিল চেন্নাইয়ে ২২ জানুয়ারি হবে প্রথম ম্যাচ। ২৫ জানুয়ারি কলকাতার ইডেনে হবে দ্বিতীয় ম্যাচ। কিন্তু কলকাতা পুলিশ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করে, ২৬ ফেব্রুয়ারি সাধারণতন্ত্র দিবস থাকায় তার আগের দিন নিরাপত্তা কার্যক্রমে কিছুটা বিঘ্ন হতে পারে। সে কারণে, ২২ জানুয়ারি প্রথম ম্যাচ হবে ইডেনে। ২৫ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ হবে চেন্নাইয়ে।

২০২৪-২৫ মৌসুমে ভারতের আন্তর্জাতিক সূচি শুরু হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। যেখানে টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটে মুখোমুখি হবে দুই দল। এর চারদিন পরেই নিউজিল্যান্ড ভারতে আসবে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। দুই মাসের বিরতি দিয়ে জানুয়ারিতে মুখোমুখি হবে ইংল্যান্ডের। মাঝে নভেম্বরে ভারত অস্ট্রেলিয়া সফর করবে ৫ ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ খেলতে।

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত
আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন হাই-টেক
শিগগিরই গুম প্রতিরোধে আইন প্রণয়ন করা হবে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা