কোন নির্মাতার বিরুদ্ধে এমন গুরুতর সব অভিযোগ এলিনার?

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ১৩:২৫
অ- অ+

নাম প্রকাশ না করে কোনো এক চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন ছোট ও বড়পর্দার সুপরিচিত অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে অজ্ঞাত পরিচয় ওই পরিচালককে চাটুকার হিসেবে উল্লেখ করেন তিনি।

এলিনা লিখেছেন, ‘একজন চাটুকার ডিরেক্টর, সাবেক সরকারের আমলে দালালি, চাটুকারিতা, তোষামোদি করে টিকে থেকেছে। শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি। দুই/চারজন প্রধান চরিত্র ছাড়া বাকিরা আর কোনোদিন তার কাছ থেকে পারিশ্রমিক আদায় করতে পারেনি, কথার ফুলঝুরি ছড়িয়েছে সবসময়, চাপাবাজিতে সে বদ্ধপরিকর।’

অভিনেত্রী লিখেছেন, ‘এখন আবার সুযোগ বুঝে চাটুকারি আর তোষামোদি শুরু করেছে। প্রতিদিন নীতিবাক্য পোস্ট করছে অবলীলায়। লজ্জা শরমের বালাই নাই। একজন নীতিহীন, ঠগবাজ, ধান্দাবাজ মানুষ যে শিল্পীর যথাযথ সম্মান দেয় না, প্রাপ্য পারিশ্রমিক দেয় না তার ওয়ালে এসব নীতিবাক্য দেখলে সত্যিই গা জ্বালা করে।’

এলিনার প্রশ্ন, ‘এত চেহারা পাল্টিয়ে কী হবে?’ হুঁশিয়ার দেন, ‘চেহারা পাল্টিয়ে অন্যায় করে কেউ ছাড় পায়নি এ পর্যন্ত, আপনিও পাবেন না। তাই এসব নটংকী বাদ দেন। নিজেকে পারলে শুধরান, নইলে চুপ থাকেন। আপনাকে মানুষ চেনে। এসব নীতিবাক্য দিয়ে একজন হাসির পাত্র সাজছেন।’

অভিনেত্রীর এই পোস্টের নিচে রুদ্র হাসান নামে একজন মন্তব্য করেছেন, ‘নাম বলার সাহস না থাকলে এই সব পোস্ট দিয়া লাভ কী? জবাবে এলিনা লিখেছেন, ‘সামনে তার একটা মুভি রিলিজ হবে। তাই তার নামটা বলিনি। চাই না মুভিটার ক্ষতি করতে। তবে বলব, মুভি রিলিজের পর।’

অভিনয়ের পাশাপাশি মডেল এবং উপস্থাপিকা হিসেবেও পরিচিতি আছে এলিনা শাম্মীর। সিনেমায় তার অভিষেক হয় শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’র মাধ্যমে। এরপর কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। গত বছর মুক্তি পাওয়া ‘ছায়াবৃক্ষ’তে শেষবার তাকে দেখা যায়।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
জুলাই উইমেন্স ডে উপলক্ষে জনতা ব্যাংকের আলোচনা সভা
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা