টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে ১৫ আগস্ট পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৬:১২ | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ১৫:৩৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধি বেদিতে প্রথমে শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠন পুষ্পস্তবক অর্পণ করার পর সমাধি সৌধে শ্রদ্ধা জানায় হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

এর আগে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ মানুষের অংশগ্রহণে শোক শোভাযাত্রা বের হয়। এরপরই সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদের সামনের স্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে কালোপতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা ধারণ করেন কালো ব্যাচ। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধু সমাধি সৌদের বেদী ফুলে ফুলে ভরে ওঠে।

এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের স্থায়ী মঞ্চে জেলা আওয়ামী লীগের আয়োজনে শোকসভা হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

গাইবান্ধায় ৭ বছর বয়সি মেয়েকে হত্যার অভিযোগে সৎ মা আটক

থানায় নির্যাতনের অভিযোগে ১৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

মাদারীপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়ায় নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

দুর্বৃত্তের আগুনে পুড়ল নোয়াখালী যুবলীগের যুগ্ম আহ্বায়কের দোতলা বাড়ি

নারায়ণগঞ্জে ছাত্রদলের সব ইউনিটের কমিটি বিলুপ্ত

খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে টানাপোড়েন

নাটোরে বৈষম্যবিরোধী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন

কসবা সীমান্ত থেকে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি- থ্রিপিস জব্দ

এই বিভাগের সব খবর

শিরোনাম :