জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শাহজাহান শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপলিশা ঝিনাইব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান শেখ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপুলিশা পূর্বপাড়া গ্রামের মৃত এন্দা শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শাহজাহান ঝিনাইব্রিজ এলাকায় সেচ পাম্প থেকে জমিতে পানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সেচ পাম্পে বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ বলেন, মৃত্যুর বিষয়টা শুনেছি। এ বিষয়ে একটা অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)