চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবিতে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ১৭:৩৬| আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৭:৪০
অ- অ+

নির্মাণের ১৯ বছর পার হলেও চাঁদপুর সেতুর টোল আদায় কার্যক্রম এখনো বন্ধ হয়নি। পুরোপুরি টোল বন্ধের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সেতুর দুই পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা।

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবি ছিল দীর্ঘদিনের। এর আগে বেশ কয়েকবার সাধারণ মানুষ এবং যানবাহন চালকরা টোল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে। এতে টনক নড়েনি কর্তৃপক্ষের।

এদিকে এবার শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনের পর টোল আদায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কিছুদিন টোল আদায় বন্ধ হলেও পুনরায় টোল আদায়ের প্রস্তুতি নেয় ইজারাদাররা। যার কারণে আবারও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ‘চাঁদপুর সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। টোল আদায়ের কয়েকগুণ টাকা উঠলেও বন্ধ হচ্ছে না কেন? আমরা তাদের আল্টিমেটাম দিতে চাই, আর যদি টোল আদায় হয় তাহলে আরো কঠোর আন্দোলন হবে।’ এছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করার কথা জানান শিক্ষার্থীরা।

চাঁদপুর সেতু টোল আদায় বন্ধের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুর কার্যালয়ের সাথে যোগাযোগ করে জানা গেছে, জেলার ডাকাতিয়া নদীর ওপর যে কয়টি সেতু আছে সবগুলোই ২০০ মিটারের মধ্যে। কিন্তু এই সেতুটি ২৪৮ মিটার। যে কারণে সরকারের নীতিগত সিদ্ধান্ত ছাড়া এই সেতুর টোল আদায় বন্ধ হয়নি। চলতি অর্থবছরে ইজারার কাজ সম্পন্ন হয়েছে।

(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা