শেখ হাসিনার বিচার দাবিতে ফেনীতে যুবদলের বিক্ষোভ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে ফেনীর সোনাগাজী পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পৌরসভা চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
পৌর যুবদলের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন মিস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর্জা তানিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাঈন উদ্দিন, আবু ইউছুপ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সাগর, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজিব, তাঁতী দলের সাধারণ সম্পাদক শাহাজাহান ফিরোজ, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নুর হাদী মিস্টার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলা উদ্দিন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাগাজী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/পিএস)