সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মানি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা ছয় রাষ্ট্রদূত এবং মালদ্বীপে প্রেষণে নিযুক্ত হাইকমিশনারের চুক্তি বাতিল হওয়ায় তাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এ নির্দেশ দেওয়া হয়।
আগামী ডিসেম্বরের মধ্যে আরও ছয়টি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের পদ খালি হচ্ছে।
৩১ ডিসেম্বরের মধ্যে ভারত, যুক্তরাজ্য, নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশন, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের অবসরে যাওয়ার কথা।
সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, ওই ছয় মিশনে দায়িত্বপালনরত পেশাদার কূটনীতিকদের চুক্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে না।কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর খালি হতে যাওয়া এসব মিশন আন্তর্জাতিক সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দ্রুত এসব পদ পূরণ করা দরকার।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ১১ আগস্ট বিভিন্ন পদে থাকা বিতর্কিত সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রদূতদের ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে ফেরার এ নির্দেশনা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কামরুল আহসান ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফর স্বাভাবিক চাকরির মেয়াদ শেষে চুক্তিতে দায়িত্ব পালন করছিলেন।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ ও জার্মানিতে রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ছিলেন সরকারের সাবেক সচিব। সৌদি আরবে থাকা রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ছিলেন পুলিশের মহাপরিদর্শক।
এ ছাড়া প্রেষণে মালদ্বীপে হাইকমিশনার হিসেবে নিযুক্ত নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।
আলাদা আদেশে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে প্রেষণে নিযুক্ত আরিফা রহমান রুমা এবং একই দূতাবাসে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অহিদুজ্জামান নুর, কানাডা হাইকমিশনে অপর্ণা রানী পাল ও মিথিলা ফারজানাকে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৬আগস্ট/এফএ)

মন্তব্য করুন