এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৪, ১০:৩২
অ- অ+

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় হাসিবুর রহমান মোল্লা (২১) ও মাসুদ হোসেন (২০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুর রহমান মোল্লা জেলার ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের মৃত মিজানুর রহমান মোল্লার ছেলে। তিনি কালকিনির ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেক্ট্রিক্যাল বিষয়ের শিক্ষার্থী। অপর নিহত মাসুদ হো‌সেন একই উপ‌জেলার বা‌সিন্দা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি ঢাকা থেকে ভাঙ্গা যাওয়ার পথে মঙ্গলবার রাত ৮ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরের কান্দি এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক হাসিবুর রহমানের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল আরোহী আহত মাসুদ হোসেনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তার অবস্থা গুরুতর হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মাসুদ হোসেনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ ও আহত ব্যক্তিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা