জাতীয়করণের দাবিতে সিদ্ধিরগঞ্জে আনসার সদস্যদের আন্দোলন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৪, ১৭:৩৭
অ- অ+

চাকরির ক্ষেত্রে জাতীয়করণ করার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আন্দোলন করেছে আনসার সদস্যরা। প্রায় ৩শ’ আনসার সদস্য এ বিক্ষোভে অংশ নেন।

শুক্রবার বিকাল সাড়ে চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আগামীকাল শনিবার ঢাকায় জমায়েত হবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

আনসার কমিটির সমন্বয়ক আহসান হাবিবের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানের আনসার সদস্যরা একত্রিত হয়ে জাতীয়করণের একদফা দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

কয়েকজন পথচারীদের মতে, দেশ ভাসছে পানিতে অথচ তাদের পাশে না থেকে আনসার সদস্যরা আন্দোলন করছে। এই সময়ে বন্যার্তদের পাশে থেকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করে তারা। তাদের মতে, আন্দোলন করার যথেষ্ট সময় পাওয়া যাবে। এ সময় আন্দোলন ভিত্তিহীন।

বিক্ষোভরত সাজ্জাদ হোসেন নামের এক আনসার সদস্য বলেন, আমাদের দাবি একটাই আমাদের চাকরির ক্ষেত্রে জাতীয়করণ করতে হবে। দেশের অন্যান্য বাহিনীর মতো আমরাও সমপরিমাণ পরিশ্রম করি। তাহলে আমাদেরকে কেন জাতীয় করণ করা হবে না।

আরেক আনসার রাসেল বলেন, চাকরির ব্যাপারে আমাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমরা এখান থেকে বিক্ষোভ করতে করতে নারায়ণগঞ্জ জেলা আনসার অফিস ঘেরাও করবো। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো।

আপনাদের বর্তমানের বেতন কত জানতে চাইলে তিনি বলেন, একেকজনের একেকভাবে তবে ১৮-১৬ এর মধ্যে বেতন পাই আমরা।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিগগিরই তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দিবেন: মোস্তফা জামান 
মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে
শ্রীপুরে চায়না-৩ জাতের লিচুতে চাষির মুখে হাসি
নামাজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করতে হবে: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা