সোনারগাঁয়ে দুই হত্যা মামলায় হাসিনা-কাদেরসহ আসামি ৬৯৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের কাঁচপুরে গুলিবিদ্ধ হয়ে কারখানা শ্রমিক আশিক মিয়া (২০) ও বেড়াতে আসা শফিক মিয়া (২৮) নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আসামি করে দুইটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে সোনারগাঁ থানায় নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম (৪৭) এবং নিহত শফিক মিয়ার চাচাতো ভাই হানিফ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্দোলনে নিহত আকাশ মিয়া (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের গকুল নগর পশ্চিমপাড়ার মৃত কামাল মিয়ার ছেলে। তিনি উপজেলার কাঁচপুর বিসিক এলাকায় মক্কা ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানায় কাজ করতেন।
অপরদিকে নিহত শফিক মিয়া (২৮) শেরপুর জেলার নকলা এলাকার চিথলিয়া গ্রামের জুলহাস মিয়ার ছেলে। তিনি কাঁচপুর এলাকার রিকশাচালক হানিফ (৪০) মিয়ার চাচাতো ভাই। তিনি স্থানীয় বেহাকৈর এলাকার জলিলের ভাড়াটিয়া।
এ মামলার অন্য আসামিরা হলে—স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও আব্দুল্লাহ আল কায়সারসহ ১২২ জন। এছাড়া অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
অপর মামলায় শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, আব্দুল্লাহ আল কায়সার, অয়ন ওসমান, আজমেরী ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামসহ ১৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১২০জনকে আসামি করা হয়েছে।
দুই মামলায় সর্বমোট ৬৯৮ জনকে আসামি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/পিএস)

মন্তব্য করুন