ধামরাইয়ে সাবেক দুই এমপিসহ ৮২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৪, ২২:০৬
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আফিকুল ইসলাম সাদের মৃত্যুতে ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৮২ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০/৯০ জনকে আসামি করে ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশের গুলিতে সাদের মৃত্যু হলেও কোনো পুলিশকে আসামি করা হয়নি।

বুধবার রাতে নিহত শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলাটি করেছেন।

মামলায় ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমদকে প্রধান আসামি করা হয়েছে।

এদিকে সাদের মৃত্যুতে ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখকে আসামি না করায় দুঃখ প্রকাশ করেছেন ধামরাইয়ের ছাত্র-জনতা।

মামলার বিষয়ে নিহত শিক্ষার্থী সাদের নানা বলেন, আমি চাই প্রকৃত আসামির শাস্তি হোক। আমার নাতি পুলিশের গুলিতে মারা গেছে এটা সবাই জানে। ওসির নির্দেশ ছাড়া কোনো পুলিশ সদস্য গুলি করেনি। হত্যা মামলায় আমি ওসির নাম দিতে বলেছি। কেন দেয়নি সেটা আমি বুঝতে পারিনি। মামলার এজাহার থেকে জানা যায়, ধামরাইয়ের পৌর এলাকায় পরিবারের সাথে বসবাস করে সাভার ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতো আফিকুল ইসলাম সাদ। গত ৫ তারিখ সকালে ধামরাই হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময় আন্দোলনকারীদের উপর গুলি ছুড়ে এজাহারে উল্লিখিত আসামিরা। এসময় গুলিবিদ্ধ হয় শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ, পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ২ দিন পরে মারা যায় সে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক সংসদ সদস্য এমএ মালেক, পৌর মেয়র গোলাম কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিগগিরই তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দিবেন: মোস্তফা জামান 
মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে
শ্রীপুরে চায়না-৩ জাতের লিচুতে চাষির মুখে হাসি
নামাজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করতে হবে: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা