বিপৎসীমায় কাপ্তাই লেকের পানি! আরও বাড়লে খুলতে পারে গেট!

গত দুই দিন কাপ্তাই লেক ও লেকের আশপাশের উপজেলাগুলোতে বৃষ্টিপাত না হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই লেকে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে পানি। ফলে বিপৎসীমার কাছাকাছি উঠে এসেছে পানির লেভেল। আর একটু বাড়লে ছাড়া হতে পারে পানি।
শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের ঢাকাটাইমসকে জানান, শনিবার বেলা ১১টা পর্যন্ত কাপ্তাই লেকে পানি ছিল ১০৭.৪৩ ফুট এমএসএল (মিন সি লেভেল)।
বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, কাপ্তাই লেকে ১০৮ ফুট এমএসএল পর্যন্ত পানি উঠলে বিপৎসীমার অবস্থা সৃষ্টি হয়। এই পরিমাপে পৌঁছালে ছাড়া হতে পারে কাপ্তাই লেকের পানি।
গতকালই কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে গেছে রাঙামাটির পর্যটনশিল্পের আইকন ঝুলন্ত সেতু। সেতুর পাটাতনের ওপর পানি উঠেছে ৫ থেকে ৬ ইঞ্চি। পানির চাপে অনেক স্থানে খুলে গেছে পাটাতনের কাঠ। শুক্রবার সেতুর ওপর দিয়ে পর্যটক চলাচল নিষিদ্ধ করেছে পর্যটন কর্তৃপক্ষ।
বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বর্তমানে লেকে রুলকার্ভ অনুযায়ী প্রয়োজনের চেয়ে পানি বেশি আছে, ফলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তবে পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জসহ ১১ জেলা ভয়াবহ বন্যাকবলিত হয়েছে। আক্রান্ত হয় খাগড়াছড়ি ও রাঙামাটিও।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/মোআ)

মন্তব্য করুন