চাঁদপুরে শাহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন, প্রধান আসামি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৪, ১৫:২৩| আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৬:০১
অ- অ+

চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা নির্মাণ শ্রমিক মো. শাহিন (১৫) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এদিকে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের লোকজন।

বিক্ষোভ ও মানববন্ধনে এলাকাবাসী ‘কিশোর গ্যাং মুক্ত সমাজ চাই’ স্লোগানে শাহিন হত্যার দাবি করেন। তারা অবিলম্বে শাহিন হত্যার ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।

শুক্রবার (২৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে শাহিনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে একই এলাকার বাসিন্দা শান্তসহ তার সহপাঠী কিশোর গ্যাং সদস্যরা।

হত্যার শিকার শাহিন ব্যাংক কলোনি এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মো. স্বপন সরকারের ছেলে। এই ঘটনায় রাতেই ব্যাংক কলোনির অজয়ের ছেলে শান্তকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে শাহিনের মা সাজেদা বেগম সাজু একটি মামলা দায়ের করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শাহিনের মা মামলা করেছে। ইতোমধ্যে প্রধান আসামি শান্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা