বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক পরিবার
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৪, ২১:২৮

সোশ্যাল ইসলামী ব্যাংক পরিবারের সকল কর্মকর্তা-কর্মচারী তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যাকবলিত মানুষদের প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
বন্যাদুর্গত মানুষের ক্ষয়ক্ষতি বিবেচনায় এ অর্থ অতি সামান্য হলেও দুর্যোগ মোকাবেলায় এ অংশগ্রহণ বন্যাকবলিত মানুষের মনে মনোবল যোগাবে ও পুনর্বাসনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
তারা বলেন, ‘আমরা বিশ্বাস করি—দেশের সবাই মিলে সাহায্যের হাত বাড়ালে এমন ক্ষুদ্র প্রচেষ্টাগুলোই সম্মিলিত আকারে বন্যাকবলিত মানুষদের এই দুর্যোগ মোকাবেলায় শক্তি ও সাহস যোগাবে।’
(ঢাকাটাইমস/২৫আগস্ট/পিএস)

মন্তব্য করুন