গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে বিক্ষোভ করেছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পিক অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেডে এই ঘটনা ঘটে। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদেরকে বুঝিয়ে কারখানার ভেতর নিয়ে যান।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। বকেয়া বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।
পিক-অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেডের শ্রমিক কামাল হোসেন বলেন, গত জুলাই মাসের বেতন এখনো কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করছে না। বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েকটি তারিখ দিয়েছে। কিন্তু আমাদেরকে বকেয়া বেতন পরিশোধ করেনি।
কারখানার শ্রমিক সুমি আক্তার বলেন, ‘এক মাসের বেতন বকেয়া রয়েছে। আরেক মাসের বেতনের সময় হয়ে গেছে তবুও বেতন পাচ্ছি না। এক মাস বেতন না পেলে আমরা কীভাবে চলি? খেয়ে না খেয়ে চলছে আমাদের সংসার। বেতন পেলে দোকান বাকি আর বাসাভাড়া দিতে হয়। এগুলোর জন্য আমাদের চাপ সইতে হচ্ছে। তাই বাধ্য হয়ে রাস্তায় চলে এসেছি। একটু আগে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। আমাদের বুঝিয়ে কারখানার ভেতর নিয়ে যাচ্ছেন।’
পিক-অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, ‘শ্রমিকদের সঙ্গে বকেয়া বেতনের বিষয়ে আলোচনা হচ্ছে।’
(ঢাকা টাইমস/২৬আগস্ট/এসএ)

মন্তব্য করুন