পাকিস্তান সিরিজ শেষে কাউন্টিতে খেলতে যাবেন সাকিব
খারাপ সময় যেনো কোনোভাবেই পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে তিনি অবস্থান করছেন পাকিস্তানে। সেখানে সিরিজের প্রথম ম্যাচে খেলার সময় তার নামে করা হয় হত্যা মামলা। যার রেশ ধরে পাকিস্তানে খেলতে বাংলাদেশ দলে থাকা সাকিবকে অপসারণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সবার এখন একটাই প্রশ্ন শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট সাকিব খেলবেন কী না? আর খেললেও এই সিরিজ শেষে কী হবে সাকিবের? তিনি কি দেশে ফিরবেন?– উত্তর জানতে কৌতূহল অনেকেরই। বিসিবি সূত্রের খবর, পাকিস্তান থেকেই ইংল্যান্ড যাচ্ছেন সাকিব। ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে খেলবেন তিনি।
বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার সাকিব। তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিবিও। জানা গেছে, সরকার ও আইন বিশেষজ্ঞদের কাছে সাকিবের ব্যাপারে জানতে চাইলে সর্বমহল থেকে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিছুদিন দেশে না ফেরারও পরামর্শ তাদের। সাকিব সহসা দেশে ফিরবেনও না। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট শেষ করে পাকিস্তান থেকে ইংল্যান্ড যাবেন কাউন্টি ক্রিকেট খেলতে। ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন তিনি। বিসিবি থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে। ৫ থেকে ১৪ সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব। ৯ থেকে ১২ সেপ্টেম্বর সামারসেটের সঙ্গে সারের ম্যাচ।
২০০৯-১০ সালের লিগ মৌসুমে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলেন সাকিব। ওস্টারশায়ারের হয়ে ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন সেবার। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট খেলেন ২০১৩ সালে লেস্টারশায়ারে। লম্বা বিরতি দিয়ে আবার ইংলিশ কাউন্টিতে ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার ভারত সফরের প্রস্তুতি নিতে। কোনো জটিলতা না হলে কাউন্টির ম্যাচ শেষ করে ভারতের বিমান ধরবেন সাকিব। কারণ ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে বাংলাদেশ।
সাকিবকে নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের অনেকে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শেষ হওয়ার পর মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা কথা বলেছেন সাকিব আল হাসানের হয়ে। টিম বাংলাদেশের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদী। গতকাল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে সাকিবের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়েছে। দেশের ক্রীড়াঙ্গন এভাবে সরব হচ্ছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের জন্য।
(ঢাকাটাইমস/২৭আগস্ট/এনবিডব্লিউ)