উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরালো হবে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৪, ২১:৪৮
অ- অ+

উন্নয়ন সহযোগীদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো করার তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বুধবার উত্তরার বাসভবনে কূটনীতিকদের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন।

ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স শিলা পিলাই ও নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি এবং নেদারল্যান্ডসের ডিসিএম থাইস হুডস্ট্র, পলিটিকাল ও প্রেস অফিসার মিজ নামিয়া আক্তার জাপা চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে তারা জাপা চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পরে কূটনীতিকরা মধ্যাহ্নভোজে অংশ নেন। তারা জাতীয় পার্টি চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, উন্নয়ন সহযোগীদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হবে। প্রতিযোগিতার বিশ্বে আমরা পিছিয়ে থাকতে পারি না। দেশকে যেকোনো মূল্যে এগিয়ে নিতে হবে। এজন্য উন্নয়ন সহযোগিদের সঙ্গে আরও বেশি সুসম্পর্ক গড়ে তুলতে হবে বলে আমরা বিশ্বাস করি।

বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের ও মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা জামালপুরের কৃষক 
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা