কমেছে ডিমের দাম, স্থিতিশীল সবজির বাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৪, ১১:৪৮
অ- অ+

সরবরাহ স্বাভাবিক হওয়ায় ডিমের দাম ডজনে ১০ টাকা কমেছে। গত দুই-তিন সপ্তাহ ধরেই কিছুটা কম দামে বিক্রি হচ্ছে সবজি।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ১৬০-১৬৫ টাকায় প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হলেও তা কমে এখন ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির দাম কমলেও গরু, খাসির মাংস এবং মাছ আগের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

বাজারে পটল ৪০-৫০ টাকায়, শসা ৬০ টাকা, ধুন্দুল ৫০-৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচামরিচ ২৫০-২৭০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা, লাউ ৫০-৬০ টাকা, জালি ৫০ টাকা, আলু ৬০-৬৫ টাকা এবং কাঁকরোল ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এছাড়া বাড়তি দামের সবজির তালিকায় রয়েছে বেগুন ৮০-১০০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা, মূলা ৮০ টাকা, কচুরমুখি ৭০-৮০ টাকা, টমেটো ১৪০-১৫০ টাকা, গাজর ১০০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা এবং কচুরলতি ৮০-১০০ টাকা কেজি।

বাজারে এখন ব্রয়লার মুরগি ১৭০ টাকা, লাল কর্ক জাতের মুরগি ২৮০ টাকা, সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা, দেশি মুরগি ৬৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস বাজারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়, আর খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০০ টাকা।

বাজারে দেশি পেঁয়াজ ১২০ টাকা, আমদানি করা রসুন ২৪০ টাকা, শুকনো দেশি মরিচ ৪০০ টাকা, আর আমদানি করা মরিচ ৫০০ টাকা, হলুদ ৪০০ টাকা ও দেশি আদা প্রতি কেজি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে মিনিকেট চাল কেজি ৬৫-৭২ টাকা, আটাশ চাল ৫৭-৫৯ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৫৬-৫৮ টাকা কেজি। এছাড়া জিরাশাইল ৫৮-৬০ টাকা, নাজিরশাইল ৭১-৭৩ টাকা, কাটারি নাজির ৭৭-৭৯ টাকা, কাটারি আতপ চাল ৬৬-৬৮ টাকা কেজি, চিনিগুড়া বিক্রি হচ্ছে ৭৭-১১৫ টাকায়।

সবজির দামের বিষয়ে কারওয়ান বাজারের এক সবজি ব্যবসায়ী বলেন, বিগত ২/৩ সপ্তাহ ধরে সবজির দাম কিছুটা কম যাচ্ছে। তবে ২/৪ আইটেমের সবজির বর্তমানে মৌসুম না হওয়ায় কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। নতুন করে এসব সবজি উঠতে শুরু করলে এগুলোরও দাম কমে যাবে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/টিটি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা