ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন মুখলেসুর রহমান

ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুখলেসুর রহমান।
গত ২২ আগস্ট (বৃহস্পতিবার) পরিচালনা পর্ষদের ৫০৫তম সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মুখলেসুর রহমান বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির একজন দক্ষ ও পেশাদার ব্যাংকার। দীর্ঘ ৩৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি সীমান্ত ও এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক, সিটি এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড নেপাল এবং ইস্টার্ন ব্যাংকসহ বেশ কিছু স্থানীয় ও বহুজাতিক ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
(ঢাকাটাইমস/৩১আগস্ট/পিএস)

মন্তব্য করুন