ভারত ও আ.লীগের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড: মেজর জেনারেল মতিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৭
অ- অ+

বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে প্রতিবেশী দেশ ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত সেনাবাহিনীর তদন্ত আদালতের দ্বিতীয় প্রধান ব্যক্তি মেজর জেনারেল (প্রকৌশলী) অব. আব্দুল মতিন।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিডিআর বিদ্রোহের কারণ নির্ণয়ে সেনা তদন্তের ওপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মেজর জেনারেল মতিন বলেন, আমি মনে করি এই হত্যাকাণ্ড শুধুমাত্র অপারেশন ডাল ভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। এটি একটি দীর্ঘ দিনের পরিকল্পনা যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে একটি দেশের করদ রাজ্য বানানোর পরিকল্পনা। এই পরিকল্পনায় যুক্ত ছিল এই দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের (ভারত) চক্রান্ত।

তিনি বলেন, এই হত্যাযজ্ঞের হাত ধরেই এসেছে ৫ মে শাপলা চত্বরে গণহত্যা। ভোটার বিহীন নির্বাচন, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, দুর্নীতির মহোৎসব, গুম খুনের অবাধ রাজত্ব। অনেকে চাকরি হারায়, অনেকে পদোন্নতি বঞ্চিত হয়।

শত্রু সব জায়গায় বিরাজমান উল্লেখ করে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা বলেন, সঠিক তদন্তের মাধ্যমে যদি এই হত্যাযজ্ঞের বিচার করা না হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হয়ে তাহলে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে এক নতুন মুক্তি পেয়েছি তা মুখ থুবড়ে পড়বে। শত্রু সব জায়গায় বিরাজমান। একেকদিন একেক বেশে আসবে।

বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের আল্লাহ যেন শহীদি মর্যাদা দান করেন উল্লেখ করে তিনি বলেন, ২০০৯ সালের বিডিআর এর সংগঠিত ঘটনা ছিল ইতিহাসের নিকৃষ্টতম একটা হত্যাকাণ্ড। ৫৭ জন অফিসার এবং ১৭ জন বেসামরিক ব্যক্তি যারা নিহত হয়েছিলেন সবাইকে জন্য আল্লাহর শহীদের মর্যাদা দান করেন।

২০০৯ সাল থেকে এই তথ্যগুলো সবার সামনে উপস্থাপন করার জন্য অপেক্ষায় ছিলেন জানিয়ে আব্দুল মতিন বলেন, আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করতাম তিনি যেন সেই সময়টুকু অন্তত আমাকে দেন। যাতে এ বিষয়গুলো আমি বলতে পারি।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এমআই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: আলোচিত তরুণী টিনা ৩ দিনের রিমান্ডে
কুমিল্লার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের এপিএস আব্দুল কাদের ঢাকায় গ্রেপ্তার 
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা