সিংগাইরে ফ্যানে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

মানিকগঞ্জের সিংগাইরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে কণিকা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শায়েস্তা ইউনিয়নের বৈরাগীরটেক গ্রামে নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কণিকা শায়েস্তা ইউনিয়নের বৈরাগীরটেক গ্রামের জমির আলীর কন্যা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কুমল্লী গ্রামের হারুনের ছেলে হাবিবের সঙ্গে কনিকার বিয়ে হয়। তারা দুজনে একে অপরকে ভালোবেসে বিয়ে করায় ছেলের বাড়ি থেকে কনিকাকে মেনে নেয়নি। এ নিয়ে একাধিকবার বিচার সালিশ হলেও ছেলের পরিবারের কেউ মেনে নেয়নি। কণিকা তার বাবার বাড়িতেই থাকত।
কনিকার বাবা জমির আলী জানান, আজ দুপুরে স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিল কণিকা। কথা বলার এক পর্যায়ে কণিকা হঠাৎ করে তার ঘরের দরজা বন্ধ করে দিয়ে নিজের গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/০৬ সেপ্টেম্বর/পিএস)

মন্তব্য করুন