শহীদ জিয়ার সৈনিকদের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে হবে

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান বলেছেন,‘ শহীদ জিয়ার আদর্শের সৈনিকে শান্তি শৃঙ্খলায় ভূমিকা পালন করতে হবে।’
শুক্রবার বিকালে জাতীয়তাবাদী কৃষকদল মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে উপজেলার গোড়াই ইউনিয়নের হাঁটুভাঙা উড়াল সড়কের নিচে এ সমাবেশ হয় অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের সদস্য সচিব আলী আজম খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল আল, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খালিদুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিমেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৬সেপ্টম্বর/পিএস)

মন্তব্য করুন