শরীয়তপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল 

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪২
অ- অ+

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় শরীয়তপুরের ভেদরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নারায়নপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারায়নপুর হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পল্টন মাঝির সভাপতিত্বে ও ভেদরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল রাঢ়ি এবং ভেদরগঞ্জ উপজেলা যুবদলের নেতা সায়েম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবুল হাশেম ঢালি।

বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম.এ কাইয়ূম চুন্নু মুন্সী ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রতন তালুকদার।

এছাড়াও ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বি.এম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম হোসাইন মাঝি, ভেদরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল ভুঁইয়া, ভেদরগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক সেকান্দার তালুকদার, ভেদরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাসেল মৃধা, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাবুর রহমান হিরু তালুকদার, ভেদরগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মিজান তালুকদার, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মাদবর, নারায়নপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন সিকদার ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে
শ্রীপুরে চায়না-৩ জাতের লিচুতে চাষির মুখে হাসি
নামাজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করতে হবে: জামায়াত আমির
মে মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা