বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা ভারতের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৩
অ- অ+

পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। কেননা পাকিস্তান বধের পর এবার ভারত সফরে যাবে নাজমুল শান্তর দল। সফরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ওই দুই টেস্টের প্রথমটির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

১৬ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সঙ্গে টপ অর্ডার ব্যাটিংয়ে থাকছেন অভিজ্ঞ বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালকেও রাখা হয়েছে স্কোয়াড।

লম্বা সময় পর টেস্টে ফিরতে যাচ্ছেন রিশভ পন্ত। বাংলাদেশের বিপক্ষেই সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এরপর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অনেকদিন ক্রিকেটের বাইরে ছিলেন এই ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ইনজুরির পর এই প্রথম ফিরছেন টেস্ট ক্রিকেটে।

পন্তের সঙ্গে উইকেটরক্ষক হিসেবে থাকছেন ধ্রুব জুরেলও। সরফরাজ খান থাকছেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে। চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচ হওয়ায় প্রত্যাশিতভাবেই থাকছেন রবীচন্দ্রন অশ্বিন। স্পিন আক্রমণে তাকে সঙ্গ দেবেন দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। আছেন চায়নাম্যান কুলদীপ যাদবও।

স্কোয়াডে পেসার আছেন ৪ জন। অভিজ্ঞ জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের সঙ্গে আছেন ১ টেস্ট খেলা আকাশ দ্বীপ। আর এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে যশ দয়ালের। ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা