চ্যাম্পিয়ন্স ট্রফি: প্রস্তুতি দেখতে পাকিস্তান যাবে আইসিসির প্রতিনিধি দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১১
অ- অ+

আগামী বছর পাকিস্তানের মাটিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৫ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়নস ট্রফি সুষ্ঠভাবে আয়োজনে সব রকম প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে শুরু হয়ে গেছে স্টেডিয়াম সংস্কারের কাজসহ বিভিন্ন প্রস্তুতি। আয়োজক দেশের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে পাকিস্তান যাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধি দল।

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি কী ভাবে হবে এখনও নিশ্চিত নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানে খেলতে পাঠাবে কিনা, তা নিয়েও রয়েছে সংশয়। তবে নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানের ক্রিকেট কর্তারা।

পিসিবির প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে সে দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি। পিসিবি সূত্রে খবর, আগামী ১০ দিনের মধ্যে পাকিস্তানে পৌঁছাতে পারেন আইসিসির প্রতিনিধিরা। প্রতিযোগিতার প্রধান বিষয়গুলির প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা।

নিরাপত্তা ব্যবস্থা নিয়েও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করতে পারেন আইসিসির প্রতিনিধিরা। পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘আইসিসির প্রতিনিধি দলের সফরের পর প্রতিযোগিতার সূচি এবং টিকিট বিক্রির বিষয়টি ঘোষণা করা হবে। যদিও একটু দেরি হয়ে গেছে। আমাদের আশা, আইসিসি খুব দ্রুত সব কিছু ঘোষণা করবে।’

তিনি আরও বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী পুরো দমে প্রস্তুতির কাজ চলছে। স্টেডিয়ামগুলোর যা যা সংস্কার প্রয়োজন, সব করা হচ্ছে। বাকিটা আইসিসির ব্যাপার। ওদের সিদ্ধান্ত নিতে হবে।’

কয়েক দিন আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেন, ‘২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানেই হবে। আমরা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। জয় শাহের সঙ্গেও যোগাযোগ রাখছি। জয় আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ায় আমরা চিন্তিত নই।’ তার কথার সূত্র ধরেই ওই পিসিবি কর্মকর্তা বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসাবে সব দেশের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব জয়ের। আমাদের আশা, তিনি নিরপেক্ষভাবে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।’

আগামী ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বিসিসিআই সচিব জয়। পঞ্চম ভারতীয় হিসাবে আইসিসির শীর্ষ পদে বসতে চলছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফি আইসিসির প্রতিযোগিতা হওয়ায় প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের দায় থাকবে তার উপরও।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
কুমিল্লায় ব্র্যান্ডের চালের বস্তায় লোকাল চাল, ৬০ হাজার টাকা জরিমানা
নাহিদ আবার বললেন, দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না
সালথায় গরু চুরির হিড়িক, সর্বস্বান্ত হচ্ছেন কৃষক ও খামারিরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা