আশুলিয়ার ২২ পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৮টি-তে সাধারণ ছুটি

সাভার ও ধামরাই (ঢাকা) প্রতিনিধি
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১১ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯

সাভারের আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষের জেরে ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ইপিজেডসহ শিল্পাঞ্চলের বাকি পোশাক কারখানায় উৎপাদন চলছে।

বুধবার সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল থেকে জিরাবো, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বিশমাইল-জিরাবো এলাকার অনন্ত, মেডলার, শারমিন গ্রুপ, হামীম গ্রুপ, ডেকো, এস টুয়েন্টি ওয়ান, মন্ডল নীটওয়্যার লিমিটেড, ম্যাংঙ্গো টেক্স, এআর জিন্স, এনভয়, স্টাইলিং গ্রুপ, ভিনটেক্স, ইয়াগী বাংলাদেশ, ক্রস ওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অরোনিমা, ডেবনিয়ার, দি রোজ, জেনারেশন নেক্সট, সিনসিন, ডিসান সোয়েটার ও সিগমা ফ্যাশনসহ আরও বেশকিছু পোশাক কারখানা শ্রম আইন ২০২৬ সালের ১৩(ক) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া শ্রমিক অস্থিরতায় সাধারণ ছুটি চলছে ৮টি কারখানায়। তবে কোথাও সংঘাত ও ভাঙচুরের মতো কোনো খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের দাবির মুখে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে, বেড়েছে শ্রমিক অস্থিরতা।

এরই ধারাবাহিকতায় শিল্প সুরক্ষায় আশুলিয়ার অন্তত ২২টি পোশাক কারখানা শ্রম আইন ২০০৬ সালের ১৩ (ক) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকরা বন্ধ সময়কালীন কোনো বেতন পাবেন না।

এ বিষয়ে শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, সকাল ১০টা পর্যন্ত প্রায় ২২টি কারখানা ১৩(ক) ধারায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরও ৮টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কতৃপক্ষ।’

তিনি আরও জানান, ‘এখন পর্যন্ত সড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, জেলা পুলিশ ও শিল্পপুলিশ।’

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :