জাতির উদ্দেশে সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৯ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৬
নোবেল জয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এদিন দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ২৫ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথমবার ভাষণ দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএম/এজে)