ঢাকা ও রংপুরের বিভাগীয় কমিশনারকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৯ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৮

ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এবং রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনকে বদলি করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য এই দুই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে একই প্রজ্ঞাপনে বংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনকেও বদলি করা হয়েছে।

তাকেও পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসন, পুলিশ, শিক্ষা ক্যাডারসহ গুরুত্বপূর্ণ সরকারি পদগুলোতে পরিবর্তন আসছে।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে নিয়োগের এক দিন পর আজ আট জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগের আদেশ বাতিল করেছে সরকার। ছাড়া চার জেলায় ডিসি পদে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের জেলা রদবদল করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :