গাজীপুরে এক নারীর পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা প্রভাবশালীদের

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৫| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৫
অ- অ+

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের রাহাপাড়া গ্রামের মোসা. লতিফা বেগমের পৈতৃক সম্পত্তি বাড়িঘর জবরদখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রানা নামের এক প্রভাবশালী ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারী। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অপতৎপরতা চালাচ্ছে লতিফা বেগমের পৈতৃক সম্পত্তি বসতবাড়ি জবরদখল করার। এ ব্যাপারে স্থানীয় পর্যায়ে বিচার-সালিশ হয়, লতিফা বেগম সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে মিস মোকদ্দমা করেন। তার পরও প্রভাবশালীরা তাকে হুমকি-ধমকি দিতে থাকে।

অভিযোগে আরও জানা যায়, বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রভাবশালী চক্রটি গাড়িযোগে দাক্ষিণ খান বাইপাস সড়কের পাশে লতিফা বেগমের দখলীয় জমি ঘরবাড়িতে অনধিকার প্রবেশ করে তার তিনটি টিনের ঘরের সব টিন খুলে এবং ঘরের সব আসবাবপত্র গাড়িতে তুলতে থাকে। সময় লতিফা বেগমের তিনজন কেয়ারটেকার বাধা দিলে তারা তাদের এলোপাতাড়ি মারপিট করে এবং টিন মালামালের সঙ্গে তিনজনকে গাড়িতে তুলে নিয়ে যায়।

লতিফা বেগম আশপাশের লোকজন এগিয়ে গেলে প্রভাবশালী চক্রটি তাদের খুন-জখম করে লাশ গুম করার হুমকি-ধমকি দিয়ে গাড়ি করে চলে যায়।

লতিফা বেগম জানান, প্রভাবশালী রানা তার সহযোগীরা একপর্যায়ে কেয়ারটেকারদের তিনটি মোবাইল ফোন রেখে আশ্ঙ্কাজনক অবস্থায় তাদের রাস্তায় ফেলে যায়। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি তার পরিবারের সদস্যরা হুমকির মুখে রয়েছেন জানিয়ে লতিফা বেগম বলেন, যেকোনো সময় ওই প্রভাবশালী সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালাতে পারে এবং তাদের দ্বারা মিথ্যা মামলার শিকার হতে পারেন।

এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা