চুক্তির এক বছরেও নাম ঠিক হয়নি বুবলীর সিনেমার

কাজ কমেছে চিত্রনায়িকা শবনম বুবলীর। গত কোরবানির ঈদে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছিল। তারপর থেকে আলোচনার বাইরে সময়ের ব্যস্ত এই নায়িকা। শোনা যাচ্ছে, সামনে ‘নীল টিপ’ নামে একটি সিনেমার কাজ শুরু করবেন তিনি। যেটির পরিচালক মেহেদী হাসান।
তবে এই গুঞ্জনকে উড়িয়ে দিলেন বুবলী। নায়িকা বলেন, ‘কিছু জায়গায় আমার নতুন সিনেমা ‘নীল টিপ’-এর নাম শোনা যাচ্ছে। বিষয়টি সঠিক নয়। আমার নতুন সিনেমার নাম এখনো ঠিক হয়নি। এক বছর আগে আমাদের চুক্তি হয়েছে। গল্প, পরিকল্পনা ও শুটিংয়ের সময়সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে মাত্র। এর বেশি কিছু না।’
অর্থাৎ, সিনেমাটিতে অভিনয়ের জন্য এক বছর আগে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। কিন্তু এখনো সেটির নামই ঠিক হয়নি। তবে সিনেমাটির গল্প তার ভালো লেগেছে বলে জানালেন বুবলী। অভিনেত্রী বলেন, ‘সব কিছু ঠিক থাকলে শুটিংয়ে যাওয়ার আগে আমি নিজেই সবাইকে সবকিছু জানাবো।’
তবে বুবলী অস্বীকার করলেও ‘লাল টিপ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘বুবলীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না।’
এই পরিচালক বলেন, ‘সিনেমাটির গল্প বুবলীকে নিয়েই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে সিনেমা নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর সিনেমা নির্মিত হতো। আমিও এই সময় বুবলীর ওপর বাজি ধরেছি। দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই।’
(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এজে)

মন্তব্য করুন