বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে কুবির সাংবাদিকতা বিভাগ

কুবি সংবাদদাতা, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫১
অ- অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ (এমসিজে) এবং চিরন্তন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে কুমিল্লার বুড়িচংয়ের জরইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সেবা কার্যক্রম চলে।

বন্যার কারণে অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এই চিন্তা থেকেই বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ বলে জানান আয়োজকরা।

গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান জানান, ছয়জন চিকিৎসক নিয়ে এই চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালিত হয় এবং প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

এই আয়োজন বন্যার্তদের জন্য ভালো হয়েছে বলে জানান চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা আয়েশা আক্তার। চিকিৎসা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, 'ডাক্তাররা সময় নিয়ে রোগী দেখছে, প্রয়োজনীয় ওষুধ দিচ্ছে। আমি বাবা, মা আমার সন্তানকেও ডাক্তার দেখিয়েছি। এ রকম আয়োজন আরও হলে বন্যার্তদের জন্য অনেক উপকার হবে।

কুবির সাংবাদিকতা বিভাগ প্রথমে বন্যার্তদের ত্রাণ-উপহার সামগ্রী দিয়ে তাদের পাশে ছিল, এখন বন্যাপরবর্তী পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বলে জানান বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম। তিনি বলেন, ‘এর অংশ হিসেবে চিরন্তন নামের একটি সংগঠনের সাথে যৌথভাবে আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছি। এই কার্যক্রমের পর পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনা রয়েছে। যেমন অনেকেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে, অনেকেই আছে যাদের ঘরটাও নাই। আমরা চেষ্টা করব গৃহহীনদের ঘরটা অন্তত বানিয়ে দেওয়ার।’

'বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা' ক্যাম্পেইনে সহযোগী হিসেবে আরও ছিল জে কো ব্যাটারি, বন্ধন সমাজ কল্যাণ সংস্থা, এসএম এন্টারপ্রাইজ, এবিসি ইংলিশ স্কুল এবং জরইন স্টুডেন্ট ফোরাম (জেএসএফ)

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
কাশ্মীরে হামলা: পাকিস্তান-ভারতকে দায়িত্বশীল সমাধানের জন্য কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের
মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ
উত্তরা আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা