বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩
অ- অ+

অতীতের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৫৫০ ডলার ছাড়িয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, শুক্রবার থেকে প্রতি আউন্স স্বর্ণ ২ হাজার ৫৭২ দশমিক ৮১ ডলারে কোনা বেচা হচ্ছে, যা ২০২০ সালের তুলনায় ২৪ শতাংশ বেশি।

উত্তর আমেরিকার সিটি রিসার্চের কমোডিটিসের প্রধান আকাশ দোসি বলেছেন, প্রধান অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সহজীকরণ এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখেই স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

তিনি বলেন, ২০২৪ সালের শেষের দিকে প্রতি আউন্স সোনা দাম ২ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে যাবে এবং ২০২৫ সালের মাঝামাঝি নাগাদ ৩ হাজার ডলারে পৌঁছাবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে বিশ্ববাজোরের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও যে কোনো সময় সোনার দাম বাড়তে পারে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ২৬ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে।

দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির পক্ষ থেকে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।

সূত্র: রয়টার্স

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা