বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
অতীতের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৫৫০ ডলার ছাড়িয়ে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, শুক্রবার থেকে প্রতি আউন্স স্বর্ণ ২ হাজার ৫৭২ দশমিক ৮১ ডলারে কোনা বেচা হচ্ছে, যা ২০২০ সালের তুলনায় ২৪ শতাংশ বেশি।
উত্তর আমেরিকার সিটি রিসার্চের কমোডিটিসের প্রধান আকাশ দোসি বলেছেন, প্রধান অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সহজীকরণ এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখেই স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
তিনি বলেন, ২০২৪ সালের শেষের দিকে প্রতি আউন্স সোনা দাম ২ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে যাবে এবং ২০২৫ সালের মাঝামাঝি নাগাদ ৩ হাজার ডলারে পৌঁছাবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
এদিকে বিশ্ববাজোরের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও যে কোনো সময় সোনার দাম বাড়তে পারে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ২৬ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে।
দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির পক্ষ থেকে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।
সূত্র: রয়টার্স
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এমআর)