কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৫
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে পিকনিকে দুই পক্ষের সংঘর্ষে আহত হওয়া কলেজ ছাত্র রাব্বি হোসেন (২০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রাব্বি হোসেন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তরপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর রাতে নিজ এলাকায় দুইটি পক্ষ পিকনিক করছিল। এ সময় তাদের মধ্যে উত্তেজনা তৈরি হলে হামলার ঘটনা ঘটে। তাতে কলেজ ছাত্র রাব্বি আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পিকনিকে হামলার অভিযোগে থানায় মামলা হয়েছিল। শুনেছি ছেলেটি শুক্রবার রাতে মারা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা