মানবাধিকার সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিদল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ বার্তা দিয়েছে।
এ আলচনায় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। সেখানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস বলেছে, রাষ্ট্রীয় অতিথি ভবনে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত আমরা। আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দুদিনের সফরে শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকায় আসে। ১৬ সেপ্টেম্বর তারা ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/টিটি/এফএ)