ভালুকায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৬ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৪

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া মুন্সিবাড়ি ব্রিজের সামনে রাস্তার পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে লাশটি অটোচালকের। অটো ছিনিয়ে নিতেই খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পিবিআই টিম এলে ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করা যাবে।

(ঢাকা টাইমস/১৫সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :