জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়াদের তালিকা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০০
ফাইল ছবি

মুক্তিযোদ্ধা না হয়েও জাল সনদে যাদের ছেলে-মেয়ের চাকরি হয়েছে, অন্তর্বর্তী সরকার তাদের তালিকা করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক--আজম। বলেন, ‘মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার।’

রবিবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা এসব জানান। তিনি বলেন, ‘যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযুদ্ধের সুবিধা গ্রহণ করেন, এটা শাস্তিযোগ্য অপরাধ। এর আগে উপদেষ্টা বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক করেন।’

উপদেষ্টা বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ হওয়ার মাঝখানে একটা প্রাতিষ্ঠানিক বিষয় রয়েছে, সেটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। কারা মুক্তিযোদ্ধা হবে না হবে, সেটা জামুকা নির্ধারণ করে দিত। মন্ত্রণালয় শুধু তাদের নির্ধারিত হওয়া বিষয়টি বাস্তবায়নে যেত। এটার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’

ফারুক--আজম বলেন, ‘বিগত আন্দোলনে একটা প্রধান বক্তব্য ছিল মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা। সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে,এর একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে।’

উপদেষ্টা বলেন, ‘তালিকা প্রস্তুত হওয়ার পর আশা করি আমরা আপনাদের সামনে হাজির হবো। পুরো বিষয়টি জানাব। তিনি বলেন, ‘যাদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কি না, ন্যায্যভাবে হয়েছে কি নাবিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব। এ বিষয়ে কাজ হচ্ছে। সেখানে বহুবিধ মামলা রয়েছে। সেখানে তিন হাজার সাতশর মতো মামলা পেন্ডিং আছে, রিট করা আছেসেই মামলাগুলো অ্যাড্রেস করা হবে।’

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেআইআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস

আসিয়ান সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চায় বাংলাদেশ

ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, রেখে গেলেন সম্পর্ক উন্নয়নের বিশেষ বার্তা

মালয়েশিয়ার কাছে ‘অর্থনীতি সংস্কার’ ও জনশক্তি রপ্তানি সহায়তা চেয়েছেন রাষ্ট্রপতি

মালয়েশিয়া যেতে না পারা বাংলাদেশি কর্মীদের বিষয়ে বিবেচনা করা হবে: আনোয়ার ইব্রাহিম

আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবার ব্যবস্থা

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্কের নতুন উচ্চতায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র

‘পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে খুবই খুশি’

৮ সদস্যের নির্বাচন সংস্কার কমিশন গঠন করে গেজেট প্রকাশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :