নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, চিন্তিত উপকূলের মানুষ
গভীর স্থল নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটাসহ সমুদ্র উপকূলে আজও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়ার এ রূপ দেখে চিন্তিত হয়ে পড়েছেন উপকূলবাসী।
রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। বিভিন্ন নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, পুকুর ও আমন ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষি ও বর্ষাকালীন সবজি চাষীরা।
এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা বেড়েছে কয়েক ফুট। বাতাসের চাপও অনেকটা বৃদ্ধি পেয়েছে।
আলীপুর মহিপুর মৎস্য আড়তদার সমিতি সূত্রে জানা গেছে, অধিকাংশ ট্রলার উত্তাল সমুদ্রের মধ্যে মাছ শিকাররত ছিল। আবার অনেক ট্রলার তীরে ফিরে আসার সময় সমুদ্রে নিমজ্জিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নিমজ্জিত এসব ট্রলার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক জেলে এখনো নিখোঁজ রয়েছে।
কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবাগান এলাকায় তীরে ফিরে আসার সময় আজ সকালে সেলিম মাঝির একটি ট্রলার নিমজ্জিত হয়। ট্রলারে থাকা মাঝি মাল্লারা তীরে ফিরে আসতে পারলেও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে কক্সবাজারের মায়ের দোয়া নামে একটি ট্রলার থেকে দুই দিনের মাথায় ঘাটে আসা জেলে মো. আবুল জানান, ১৯ জন মাঝিমাল্লাসহ আমাদের ট্রলারটি সমুদ্রে নিমজ্জিত হয়। আমাকে মহিপুরের একটি ট্রলার উদ্ধার করে আনলেও বাকিদের কোনো খোঁজ এখনো পাইনি। স্থানীয়দের আর্থিক সহায়তায় তিনি কক্সবাজার রওনা হবেন বলে জানান।
অন্যদিকে গতকাল (শনিবার) রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল কুয়াকাটা। নিজস্ব জেনারেটর দিয়ে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে হয়েছে আবাসিক হোটেল ও বরফ কলগুলোকে। এতে হোটেলের কার্যক্রম কিছুটা স্বাভাবিক থাকলেও বরফ উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, ‘বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও একদিন। সঙ্গে বাতাসের চাপ বাড়তে পারে। আবহাওয়ার এ পরিস্থিতি রবিবার ও সোমবার পর্যন্ত অপরিবর্তিত থাকতে পারে। পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরসহ সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/পিএস)