তুর্কি উৎসবে লড়বে ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘দ্য এজ'

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:২০

তুরস্কের আন্তর্জাতিক অ্যামিটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে ইরানের চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রেজা গোলপুরের লেখা পরিচালিত শর্ট ফিল্মদ্য এজ

স্বল্পদৈর্ঘ্যটি অভিনয় করেছেন কিয়ানা মনতাজেবি, মোহসেন জারাবাদিপুর, এহসান আমানি, সানাম সারমাদ, শাগায়েগ ফাত্তাহি এবং মাহদি মালেক গোলপুর।

তুর্কি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার মধ্য দিয়েদ্য এজএর দ্বিতীয় আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এর আগে, গোলপুরের শর্ট ফিল্মটি তাইওয়ান ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভালে (টিআইসিএফএফ) দেখানো হয়। সূত্র: মেহর নিউজ

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :