বাংলাদেশ ভালো একটা লড়াই করুক: হার্শা ভোগলে 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭
অ- অ+

পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়া বাংলাদেশের সামনে এবার ভারত পরীক্ষা। ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে ইতোমধ্যেই ভারতে পৌঁছে গেছে বাংলাদেশ দল। টেস্টে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবারও ফেবারিট তারাই। তবে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে তার ইউটিউব চ্যানেলে বলেছেন, তিনি চান বাংলাদেশ যেন ভালো একটা লড়াই করুক।

বাংলাদেশ কোনো বড় দলকে হারালে, কিংবা বাংলাদেশি ক্রিকেটার কোনো রেকর্ড করলে অভিনন্দন জানান হার্শা ভোগলে। এছাড়াও, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের বেশ ভক্তও তিনি। এবার ভারতে খেলতে গেছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দলকে নিয়ে কথা বলেছেন। তিনি আশা করেন, বাংলাদেশ যেন ভালো একটা লড়াই করে।

হার্শা বলেন, ‘ভারত অনেক এগিয়ে থেকে ফেবারিট হিসেবে শুরু করবে। আমি বাংলাদেশের কাছ থেকে কিছুটা লড়াই আশা করব। কারণ এটা আমি আগে দেখিনি। যদি তারা লড়াইটা করতে পারে তাহলে দারুণ দুই ম্যাচের টেস্ট সিরিজ হতে যাচ্ছে।’

এদিকে হার্শা ভোগলে খুশি হয়েছেন যে ভারত আবারও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। কারণ, বাংলাদেশের মতো দলকে বেশি দেশ সিরিজ খেলতে আমন্ত্রণ জানায় না। ভারত এই সুযোগ করে দেয়ায় ভোগলে বেশ কিছু।

হার্শা ভোগলে বলেন, ‘প্রথম কথা হচ্ছে আমি খুবই খুশি যে ভারত আরও একবার বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। দুঃখের ব্যাপার হল, এটি এমন একটি দেশ যারা খুব বেশি আমন্ত্রণ পায় না। ২০১০ সালের পর ইংল্যান্ডে টেস্ট খেলেনি তারা। অস্ট্রেলিয়া তাদের আমন্ত্রণ জানিয়েছে কেবল একবার, ২০০৩ সালে তাও অফ সিজনে ডারউইনের দিকে। আমি অনেক খুশি যে ভারত এখানে দায়িত্ব নিয়ে তাদের আমন্ত্রণ জানিয়েছে ভারতে টেস্ট ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে।’

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস
মাহদির নতুন মিউজিক ভিডিও ‘জানরে তুই আয়না’
শাহ্জালাল ইসলামী ব্যাংকের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ 
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা