কক্সবাজারে বসতবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত 

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৪

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরিপাড়া এলাকায় রুকন উদ্দিন (৩২) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।

সোমবার সকাল ১১টায় নিজ বসত বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি ।

নিহতের ভাই তাজ উদ্দিন জানান, বাড়িতে বিদ্যুৎ সার্কিট ব্রেকার মেরামত করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রুকন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুকনকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. মছিউর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আতাউল গনি ওসমানী জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে বুঝিয়ে দিতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :